বিশ্বকাপ শুরুই আগেই ঘোষণা দিয়েছিলেন চলমান বৈশ্বিক আসরটিই হচ্ছে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির শেষ বিশ্বকাপ। আজ নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই আনুষ্ঠানিক সে ঘোষণার পরিসমাপ্তি। তাহলে কোহলি-পরবর্তী কে হচ্ছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক, তা নিজেই জানিয়ে দিয়েছেন কোহলি।
নামিবিয়ার বিপক্ষে ম্যাচে টসের পর কার অধীনে আগামীতে টি-টোয়েন্টি খেলবেন, তার নাম জানিয়ে দিলেন কোহলি। এমনকি দেশের হয়ে অধিনায়কত্ব করাটা যে অনেক গর্বের, সে কথা বলতেও ভুলে যাননি কোহলি।
কোহলি বলেন, “আমরা আগে বল করব। টস বড় প্রভাব ফেলছে। দুটি টস যখন জিতেছি, তখন প্রথম দিন থেকে যেটা করতে চেয়েছি, সেটাই করব। ভারতের অধিনায়কত্ব করা আমার কাছে গর্বের। নিজেদের সেরাটা দিয়েছি। ক্ষুদ্র সংস্করণ বাদ দিতেই হত বড়কে প্রাধান্য দেওয়ার জন্য। পরের যুগ এবার দেশকে এগিয়ে নিয়ে যাবে। রোহিত রয়েছে, ভারতীয় ক্রিকেট যথেষ্ট ভালো হাতেই রয়েছে।”
এই ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে ২০ ওভার শেষে ১৩২ রান তুলেছে নামিবিয়া। আজকের ম্যাচে হার বা জয় যা-ই হোক না কেন, বাড়ি ফিরতে হবে ভারতীয়দের।